পরীক্ষার আগে আবাসিক হল খোলার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। এবং বেলা আড়াইটার দিকে প্রক্টর বরাবর ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীদের দাবি সীমিত পরিসরে হল খুলে দিয়ে পরীক্ষার্থীদের আবাসন গঙ্কট নিরসন করা। নৃবিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের মো. সাখাওয়াত হোসেন ইনকিলাবকে বলেন, সামনের ১৫ তারিখ থেকে আমাদের পরীক্ষা অথচ আমাদের অনেকেরই এখনো থাকার জায়গার ব্যবস্থা হয়নি। সবার আর্থিক অবস্থাও এক না। আর নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টাও আমাদের দেখতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন