বাহরাইন দেশটির সব মসজিদে নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে। বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, অজ বৃহস্পতিবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। তবে সীমিত মুসল্লির উপস্থিতিতে আহমাদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে জুমআ’র নামাজ এবং খুতবা সরাসরি স¤প্রচার অব্যাহত থাকতে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিচার, ইসলাম বিষয়ক এবং ওয়াকফ মন্ত্রণালয় জানিয়েছে, সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের মতামত (এসসিআইএ) এবং করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় মেডিকেল টাস্কফোর্সের পরামর্শ মেনে দুই সপ্তাহ মসজিদে নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বয়স্ক ব্যক্তিদের সুরক্ষার লক্ষ্যে সুন্নি এবং জাফেরি ওয়াকফ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। বাহরাইন নিউজ এজেন্সি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন