সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তিন বন্ধুকে বিয়ে : নারীর ১১ বছরের জেল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:১০ পিএম

একের পর এক তিন বন্ধুকে বিয়ে করে ফেসে গেলেন এক নারী। আদালত তাকে ১১ বছরের জন্য কারাগারে পাঠিয়েছে।

জানা যায়, তিন বন্ধুর সঙ্গে কুমারী হওয়ার অভিনয় করে তিনজনকেই বিয়ে করলেন এক নারী। প্রথমে এক বন্ধুকে বিয়ের পর নিজেকে কুমারী বলে দাবি করে বিচ্ছেদ ছাড়াই পরের দুই বন্ধুকে বিয়ে করেন তিনি। আর একই সময় তিন বিয়ের অপরাধে ওই নারীকে জরিমানাসহ ১১ বছরের কারাবাসের আদেশ দিয়েছেন বাহরাইনের আদালত।

বাহরাইনের বাসিন্দা ৩০ বছর বয়সী ওই নারী তার তিন বন্ধুকেই বুঝিয়েছেন যে তিনি অবিবাহিত। একে একে তিন বন্ধুই তাকে অবিবাহিত মনে করে বিয়ে করেছেন। আদালতে দাখিল করা অভিযোগপত্র থেকে জানা গেছে, ওই তিন ব্যক্তি বিয়ের সময় দেয়া দেনমোহরের প্রায় ১২ লাখ টাকা ওই নারী আত্মসাৎ করেছিলেন।

ওই নারী তার ব্যক্তিগত তথ্য লুকিয়ে তিনজনের কাছে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছিলেন। প্রথম স্বামীর সাথে চারমাস সংসার করার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। এর এক মাস পর তৃতীয় বিয়ে করেন।

তৃতীয় বিয়ের এক সপ্তাহের মাথায় তৃতীয় স্বামী ওই নারীর প্রতারণার বিষয়টি ধরে ফেলেন। তিনি জানতে পারেন তার স্ত্রী আরও দুই ব্যক্তির স্ত্রী। এরপর ওই তিন ব্যক্তি মিলে পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তে দোষি প্রমাণিত হলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ওই নারীকে।

আদালতে সরকারি আইনজীবীর কাছে প্রথম আর দ্বিতীয় স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়েই তৃতীয় বিয়ে করছেন বলে দাবি করেন ওই নারী। যদিও আদালতে তার বক্তব্য মিথ্যা বলে প্রমাণিত হয়।

প্রসঙ্গত, মুসলিম আইনে স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো নারী ফের বিয়ে করতে পারেন না। স্বামীর মৃত্যু বা বিচ্ছেদের পরই ফের বিয়ের অনুমতি পান নারীরা।

সূত্র : ডেইলি সাবাহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
আহমেদ নুহাশ ৫ জুলাই, ২০২১, ১:৩৪ পিএম says : 0
বিয়ে নাকি প্রতারণা!
Total Reply(0)
Abdur Rahman ৫ জুলাই, ২০২১, ১:৩৫ পিএম says : 0
আহারে, বেচারী সবার মন রক্ষা করতে গিয়ে আজ জেলে!
Total Reply(0)
রুহুল আমীন ৫ জুলাই, ২০২১, ১:৩৬ পিএম says : 0
নষ্ট মেয়ে!
Total Reply(0)
নিয়ামুল ৫ জুলাই, ২০২১, ১:৩৬ পিএম says : 0
সঠিক বিচার হয়েছে
Total Reply(0)
Abu sufian Sujon ৫ জুলাই, ২০২১, ১:৪৪ পিএম says : 0
ফাঁসিতে ঝোলানো হোক
Total Reply(0)
Mithu ৫ জুলাই, ২০২১, ১:৪৮ পিএম says : 0
১১ বছর!!! যৌবন এখন জেলেই শুকাবে, বেশী খাইতে চাইলে যা হয় আর কি। উচিত বিচার হয়েছে।
Total Reply(0)
Osama ৫ জুলাই, ২০২১, ৭:২১ পিএম says : 0
Shouldn't she be executed according to sharia law?
Total Reply(0)
K.M.Golam Rahman ৫ জুলাই, ২০২১, ৭:৪৩ পিএম says : 0
ইসলামী শরিয়া আইনেই বিচার হয়েছে আশাকরি।
Total Reply(0)
Azad mullah ৫ জুলাই, ২০২১, ১০:৫৭ পিএম says : 0
আসলে বিয়ে নয় এসব প্রতারণা করেছে ঐ লোভী মহিলা এসব মানুষের সর্বোচ্চ সাজা হওয়া ই জরুরী
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন