সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শমিতা শেট্টি সংখ্যা নয় মানকে অগ্রাধিকার দিয়ে এসেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

অভিনেত্রী শমিতা শেট্টি জানিয়েছেন ক্যারিয়ারের সূচনা থেকেই ফিল্মের সংখ্যার দিকে মনোযোগ দেননি। ২০০০ সালে ‘মহাব্বতেঁ’ দিয়ে তার অভিষেক হয়েছিল। ফিল্মটি ব্লকবাস্টার হলেও দুই দশকে শমিতা মাত্র এক ডজনের মত ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছেন। তার শেষ ফিল্ম ‘ক্যাশ’ ২০০৭ সালে মুক্তি পায়, এটিও ফ্লপ করে। ধারণা করা হয় এমরান হাশমির বিপরীতে ২০০৫ সালের ‘জেহের’ ফিল্মে শমিতার ভূমিকা ছিল সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি তাকে কিছু নৃত্যদৃশ্যে দেখা গেছে; এর মধ্যে আলোচনায় এসেছে- ‘সাথিয়া’র ‘চোরি পে চোরি’ এবং ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’র ‘শারারা শারারা’। ‘ক্যাশ’ মুক্তি পাবার ১৩ বছর পর শমিতা আবার অভিনয়ে ফিরেছেন একটি ওয়েব সিরিজ দিয়ে। “শুরু থেকেই আমি সংখ্যার বিবেচনা করিনি, সংশ্লিষ্ট থাকাকেই আমি গুরুত্ব দিয়েছি। সুতরাং আমি কাজে খুব মনোযোগ দিয়েছি বলা যাবে না,” শিল্পা শেট্টির বোন শমিতা বলেন। “দুর্ভাগ্যক্রমে আমি এমন এক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যেখানে নজরের বাইরে মানেই মনের বাইরে, আমি মনে করি আমার ক্ষেত্রে এমন অনেকবার হয়েছে,” তিনি বলেন। “প্রাথমিকভাবে আমি প্রভাবিত হয়েছি তবে তাতে আমার কিছু এসে যায় না আমি সবসময় কিছু না কিছু করেই চলেছি। আমি যেহেতু সুখী মানুষ তাও সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি সময়কে কাজে লাগাচ্ছি, তাই আমাকে শেখাচ্ছে। আমি এতেই খুশি,” তিনি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন