শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি হলো পদ্মায় ধরা পড়া ৩৪ কেজির বাঘাইড়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৪ পিএম

পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে বানিবহ ইউনিয়নের সাদ্দাম প্রামানিকের জালে ওই মাছটি ধরা পড়ে। নদী থেকে মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১২শ’ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। সাদ্দাম প্রামানিক বলেন, আমি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা-যমুনার মোহনা জাল ফেলি। শুক্রবার ভোরে জাল তুলতে গিয়ে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

তিনি বলেন, মাছটি নৌকায় করে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে দেলোয়ারের আড়তে তুলি। ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, প্রতিদিনের ন্যায় সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। গিয়ে দেলোয়ারের আড়তে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটি দেখতে পাই। পরে আড়ত থেকে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। বাঘাইড় মাছটি এখনও জীবিত অবস্থায় ফেরিঘাটের পল্টুনে বেঁধে রাখা হয়েছে। মাছটি বিক্রয়ের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় চাকরি কিংবা শিল্পপতিদের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রত্যাশা ১৩শ’ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হবে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, শুক্রবার সকালে বড় মাছের সংবাদ শুনে ঘুম ভাঙল! মাছটির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে। শুধু পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় নয়। পদ্মা নদীর বিস্তীর্ণ এলাকায় বড় বড় মাছ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন