বিনোদন ডেস্ক : সম্প্রতি মানিকগঞ্জে শুটিং শেষ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বাবর আলীর হেলিকপ্টার’-এর। নাটকটির শুটিংয়ে হেলিকপ্টার ব্যবহার করা হয়। নাটকের রচয়িতা ও অভিনয়শিল্পী কামাল হোসেন বাবর বলেন, ‘মানিকগঞ্জে খোলা মাঠে শুটিং-এর জন্য অনেক জনতা উপস্থিত ছিল। দর্শকের ভিড়ের কারণে শুটিং করতে একটু সমস্যা হলেও বেশ ভালো লাগছে। আশা করি, নাটকটি দর্শক উপভোগ করবেন। নাটকে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নোভা, কামাল হোসেন বাবর, শামীমা তুষ্টি, ফারুক আহমেদ, সোহান খান, বোদ্দনাথ প্রমুখ। কামাল হোসেন বাবরের রচনা ও এম আর মিজানের পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকের গল্পে দেখা যাবে, তুলাতুলি গ্রামের মানুষের ভেতর এক অজানা উত্তেজনা বিরাজ করছে সকাল থেকে। স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ সব কিছু বন্ধ হয়ে গেছে শুরু হতে না হতেই। যদিও তুলাতুলিতে আজ হাটবার কিন্তু হাটে কোন দোকানি বা খরিদদারদের দেখা যাচ্ছে না। সকলই ছুটছে সরকারি কলেজের মাঠের দিকে। কেউ বিশ^াস করতে পারছে না, এই পাড়া গায়ের কলেজ মাঠে কিছুক্ষণ পর নামবে হেলিকপ্টার। সবার অপেক্ষা ও উত্তেজনার সমাপ্ত ঘটিয়ে হেলিকপ্টার নিয়ে নামে এই গ্রামের ছেলে বাবর আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন