শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘আ ফ্লাইং জাট’ গড় আয় করছে

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাশ্চাত্যে সুপারহিরো ধারার ফিল্মের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতীয় নির্মাতারা এই ধারায় ভাগ্য পরীক্ষার প্রয়াস পেয়েছে মাঝে মাঝে। এই ধারায় হৃতিক রোশন অভিনীত ‘কৃষ’ সিরিজের ফিল্মগুলো সবচেয়ে সাফল্য পেয়েছে। এরপর শাহরুখ খানের ‘রা.ওয়ান’ ফিল্মটিও ব্যাপক সাফল্য পেয়েছে। ধারণা করা হয়েছিল একই ধারার ‘আ ফ্লাইং জাট’ ফিল্মটি এতোটা না হলেও মন্দ করবে না। এরপর সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্মে কেন্দ্রীয় ভূমিকায় যেহেতু টাইগার শ্রফ আছেন তাতে সবাই ধারণা করেছিল এটি ব্যাপক সাফল্য পাবে। কিন্তু টাইগারের অ্যাকশন, তারকা মর্যাদা আর স্পেশাল ইফেক্টস সাধারণ দর্শকদের সেভাবে মন গলাতে পারেনি। বলার অপেক্ষা রাখে না বিষয়বস্তু চৌকস না হলে দর্শকরা খরচ করে ফিল্ম দেখে না।
সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘আ ফ্লাইং জাট’রেমো ফার্নান্দেজের নিজের কাহিনী, চিত্রনাট্যে পরিচালনায় করেছেন। এতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নেথান জোন্স, অমৃতা সিং এবং কে কে মেনন। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর এবং আইটেম দৃশ্যে পারফর্ম করেছেন অমৃতা পুরি। চলচ্চিত্রটি একদিন আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) জন্মাষ্টমীর দিন মুক্তি পেয়েছে। প্রথম দিনে ফিল্মটি আয় করেছে ৭.১ কোটি রুপি। শুক্রবার ফিল্মটির আয় কমে ৬ কোটি রুপিতে নেমে এলেও শনিবার বেড়ে দাঁড়ায় ৭.৩৫ কোটি রুপিতে। রোববার ফিল্মটির আয় ছিল ৯ কোটি রুপি। তার মানে একদিনের বর্ধিত সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ২৯.৪৫ কোটি রুপি। সোমবার ফিল্মটির আয় ছিল ২.৫ কোটি রুপি।  ফিল্মটি ফ্লপ না হলেও একে সুপারহিটও বলা যাবে না।
গত সপ্তাহের আরেক ফিল্ম হল ‘ওয়ারিয়র সাবিত্রী’। এটি পুরাণোক্ত সাবিত্রী ও সত্যবানের কাহিনীর আধুনিক সংস্করণ। পরম গিলের পরিচালনায় ফিল্মটিতে অভিনয় করেছেন নীহারিকা রাইজাদা, রজত বারমেচা, ওম পুরি, লুসি পিন্দার, গুলশান গ্রোভার, টিম ম্যান, করমবীর চৌধারি এবং শীতল শর্মা। চলচ্চিত্রটি একক পর্দাগুলো থেকে সামান্য কিছু আয় করতে সক্ষম হয়েছে।
তৃতীয় সপ্তাহান্ত পর্যন্ত ‘রুস্তম’ ফিল্মটির আয় ১১৮ কোটি রুপি এনে দিয়েছে। একই দিন মুক্তি পাওয়া ‘মহেঞ্জো দারো’ এই সময় পর্যন্ত ভারতে আয় করেছে ৫৯ কোটি রুপি। ‘হ্যাপি ভাগ যায়েগি’ দ্বিতীয় সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ১৮ কোটি রুপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন