শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৫ বিদেশি খুন, ধর্মঘটের ডাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০৭ পিএম

দক্ষিণ আফ্রিকায় ইস্টার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ শহরে গত এক সপ্তাহে ৫ বিদেশি নাগরিক সশস্ত্র ডাকাতের গুলিতে খুন হন। এর মধ্যে ৩ জন ইথিওপিয়ান ও ২ জন সোমালিয়ার নাগরিক রয়েছে। খুনের প্রতিবাদে বিদেশি ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছে।
এক সপ্তাহের পৃথক ঘটনায় পোর্ট এলিজাবেথ শহরে ডাকাতের গুলিতে এসব বিদেশি নাগরিক খুন হওয়ার প্রতিবাদে বাংলাদেশি, সোমালিয়ান ও ইথিওপিয়ান নাগরিকের মালিকানাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
পোর্ট এলিজাবেথ থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। খুনের অভিযোগে এক কৃষাঙ্গকে পুলিশ গ্রেফতার করেছে’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ দুলাল মিয়া ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৫ পিএম says : 0
সেখানে মরতে হবে তার কারন ব্যবসায়ী যারা আছে তারা সহজ সরল মানুষ এর সোনা দানা হিরা মুকতা আত্মসাত করে সামান্য কিছু সামান দিয়া থাকেন ।পরবর্তীতে তাহারা কিছুটা সামানের জন্য আসে তাদের না দিলে তাহারা এই গুলি গালা চালান। যাহারা বেইমানি করবে তারা অবশ্যিই সেখানে মরতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন