শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক সায়ংকাল

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নতুন একটি ধারাবাহিক দিয়ে আবার পরিচালনায় ফিরেছেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে নাটকের নাম ‘সায়ংকাল’। ধারাবাহিকটির নাট্যরূপ দেয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন আফসানা মিমি। আজ থেকে বাংলাদেশ টেলিভিশনে এর সম্প্রচার শুরু হচ্ছে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচার হবে। ‘সায়ংকাল’ প্রযোজনা করেছেন এল রুমা আকতার। দীর্ঘ এ ধারাবাহিকটিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, সানজীদা প্রীতি, শাহাদাৎ হোসেন, শামস সুমন, নাঈম, সুষমা সরকার, স্বাগতা, শর্মীমালা, রাজীব সালেহীন, জয়িতা মহলানবীশসহ অনেকেই। আফসানা মিমি বলেন, ‘বিটিভি থেকে যখন নতুন নাটক তৈরির ব্যাপারে আলাপ হচ্ছিল, তখন মহাপরিচালক সাহিত্যনির্ভর কাজের ব্যাপারে আগ্রহ দেখান। আমি তখন ‘দক্ষিণায়নের দিন’ নতুন করে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিতে পারি কিনা প্রস্তাব করলে তিনি বেশ উৎসাহ দেন। মূলত ৩০ থেকে ৩৫ বছর আগে ‘দক্ষিণায়নের দিন’ বাংলাদেশ টেলিভিশনে একবার প্রচার হয়েছিল। উপন্যাসটি আবার নতুন প্রজন্মের দর্শককে পরিচয় করিয়ে দেয়া আমাদের মূল লক্ষ্য। একটি মধ্যবিত্ত পরিবারের উত্থান, পতন, সংগ্রাম, ভালোবাসার সমন্বয়ে বহুস্তর জীবনের পূর্ণ রূপ তুলে ধরা হয়েছে ‘সাংয়কাল’-এ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন