শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মৃত্যুবার্ষিকীতে নায়ক মান্নাকে শ্রদ্ধাভরে স্মরণ

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১১ পিএম

আজ জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক মান্নার ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাত্র ৪৪ বছর বয়সে পরপারে পাড়ি জমান। দুই যুগের এই চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ৩ শতাধিক সিনেমায়। জয় করে নিয়েছেন মানুষের হৃদয়।

মৃত্যুবার্ষিকী নায়ক মান্নাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চলচ্চিত্রপ্রেমী সকল মানুষ।

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান মান্নার সাথে তার একটি ছবি শেয়ার করে তার ভেরিফাইড ফেইসবুকে লিখেন, ‘আপনি ছিলেন আনপ্যারালাল। আপনার কাজগুলোতে আলাদা স্বকীয়তা ছিল। ভীষণ মিস করি আপনাকে। ১৩ তম মৃত্যুবার্ষিকীতে আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন... ’

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান লিখেন, ‘আজ ফেব্রুয়ারি ১৭। চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মান্নার মৃত্যুবার্ষিকী। না ফেরার দেশে ১৩ বছর। হে আল্লাহ তুমি মান্নাকে বেহেশত নসিব করো।’

আরেক জনপ্রিয় নায়ক ওমর সানি লিখেন, ‘খুঁজে ফিরি প্রতিক্ষণ, কোথাও পাই না, আল্লাহ জান্নাত নসিব করুন।’

ফারুক আহমেদ লিখেন, ‘আজ ১৭ ফেব্রুয়ারি বাংলার চলচ্চিত্রের যুবরাজ, কিংবদন্তি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক মান্না ভাইয়ের ১৩তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধান্ঞ্জলী। যতদিন থাকবে এই বাংলার চলচ্চিত্র, ততদিন তুমি বেঁচে থাকবে হাজারো-কোটি ভক্তদের হৃদয়ে।’

অর্থি জান্নাত তন্নি লিখেন, ‘মান্না আর সালমান শাহ র মতো নায়ক আরো ১০০ বছরেও পাওয়া যাবে না।’

অমল দে লিখেন, ‘আজ নায়ক মান্নার ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। আমরা তার পরিবারকে জানাই গভীর সমবেদনা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন