রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া নামক এলাকা হতে ৩শ’পিচ কার্তুজ(গুলি),উদ্বারসহ সুইচাচিং মারমা(৫৩) নামের এক উপজাতীয় সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শ্রক্রবার(১৯ফেব্রুয়ারী) রাত শাড়ে ৮টায় পাহাড়িকা লাইব্রেরী র গলির ভেতরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সুত্রে জানাযায়, সে রাজস্থলী উপজেলার গাইন্দা হেডম্যান পাড়ার মৃর্ত থোয়াইসা প্রু মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন,বাঙ্গালহালিয়া বাজারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে শুকনা মরিচের থলের ভেতর প্যাকেট মুড়োনা তার কাছ থেকে ৩শ’টি তাজা কার্তুজ(গুলি) উদ্বার করা হয়। ওসি আরো বলেন,এসব গুলি সে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মিজোরাম হতে এনেছে বলে স্বীকার করে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসী দলগুলো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্ঠির করতে গুলিগুলো আনা হয়েছে । তার বিরুদ্বে অন্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ব্যাপক দতন্ত শেষে শনিবার(২০ফেব্রুয়ারী) রাঙ্গামাট চালানা করা হবে বলে উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন