শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অস্ত্র ও গুলিসহ আটক ৪

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা

কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও বোমা সদৃশ্যবস্তুসহ ৪ জনকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর রাতে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কারিকর পাড়া এলাকার ইদ্রিসের বাড়ীতে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- কেশবপুর উপজেলার হাসানপুর মাইলবগা গ্রামের আনছার শেখের পুত্র আলমগীর হোসেন ওরফে জুবায়ের (২৮), ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের রাজ্জাক গাজীর পুত্র রাজীর গাজী ওরফে রাকিব (২৩), পাইকগাছা উপজেলার খাটুয়াখালি গ্রামের মাহফুজুল হকের পুত্র ফয়সাল ওরফে আলামিন (২৪) ও রহমত সরদারের পুত্র তানভীর সরদার (২৪)। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১টি দেশী তৈরী সার্টারগান, ৩ রাউন্ড বন্দুকের কার্তুজ, ১টি বন্ধুকের গুলির খোসা, ৫টি বোমা সদৃশ্য বস্তু সহ কয়েকটি জিহাদী বই উদ্ধার করা হয়। কয়রা থানা অফিসার ইনজার্চ শেখ শমসের আলীর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই উসমান গনি, অসিম কুমার দাস, ফারুক হোসেন ও এ এস আই মোক্তার হোসেন। এ ব্যাপারে কয়রা থানা অফিসার ইনচার্জ জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার অভিযোগে ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন