শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দর্শক ফেরা জয় দিয়ে রাঙালো করাচি

পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১:১৪ এএম

 

করোনার ভয়াবহতা কাটিয়ে এরই মধ্যে দুটি আন্তর্জাতিক সিরিজ সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই ম্যাচগুলোতে ছিলোনা মাঠের প্রাণ দর্শক প্রবেশের অনুমতি।

এবার সেই শঙ্কটও কাটিয়ে দর্শক নিয়িই শনিবার মাঠে গড়ালো দেশটির জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর দিনটি দুর্দান্ত এক জয় দিয়ে রাঙিয়েছে করাচি কিংস।

ঘরের মাঠ করাচি জাতীয় স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটরর্সকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক করাচি। টস হেরে ব্যাট করতে নেমে করাচির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দলের সেরা তারকা ক্রিস গেইল (২৪ বলে ৩৯) ঝড় তোলার চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় কোয়েটা।

করাচির হয়ে ৪ ওভারে এক মেডেনসহ ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন আরশাদ ইকবাল, জোড়া শিকার ওয়াকাস মাকসুদের। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, আমের ইয়ামিন ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম (২০ বলে ২৪), জো ক্লার্ক (২৩ বলে ৪৬), কলিন ইনগ্রাম (২২ বলে ১৭*) ও মোহাম্মদ নবীর (১৪ বলে ৩০*) ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বল আগে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে করাচি (১৩.৫ ওভারে ১২৬)।

কোয়েটার পাক তুর্কি মোহম্মদ হাসনাইনের শিকার দুটি অপর উইকেটটি নিয়েছেন উসমান শিনওয়ারি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন করাচির আরশাদ।

করোনার ভয়াবহতা কমে গেলেও শেষ হয়ে যায়নি। তােই পিএসএলের ম্যাচগুলোতে স্বল্প পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ধারণক্ষমতার ২০ ভাগ দর্শক এদিন মাঠে খেলা উপভোগ করেন। অবশ্যই সামাজিক দূরত্ব মেনে ও মুখে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে।

২০ ভাগ দর্শক প্রবেশের অর্থ করাচিতে প্রতিদিন চাইলে খেলা দেখতে পারবেন সর্বোচ্চ ৭ হাজার ৫০০ জন। এছাড়া আসরের অপর ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় সেখানকার ম্যাচগুলোতে মাঠে ঢুকতে পারবেন সাড়ে ৫ হাজার দর্শক।

এবারের পিএসএলের ৬ষ্ঠ আসরের সবক’টি ম্যাচই হবে পাকিস্তানের এই দুই ভেন্যুতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন