এবারের বিপিএলে ফরচুন বরিশাল মানেই যেন চমকের সমাহার। দলটির নেতৃত্ব নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা, সেটি কেটে গেলেও অধিনায়ক সাকিব আল হাসান বারবারই দিয়েছেন আলোচনার খোরাক। এবার মাঠের লড়াইয়েও চমক দিল ফ্র্যাঞ্চাইজিটি। বরিশালের হয়ে ওপেনিং করতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ!
ঢাকা প্রথম পর্ব শেষে আজ শুক্রবার থেকে বিপিএল শুরু হয়েছে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভেন্যুর উদ্বোধনী ম্যাচে মাঠের লড়াইয়ে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ বরিশাল।
দুপুর ২টায় শুরু হওয়া মাচটিতে টস জিতে সাকিবের দলকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। তাতেই টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো ওপেনিংয়ে দেখা গেল মিরাজকে।
তাতে বেশ সফলও ছিলেন এই অলরাউন্ডার। মাত্র ১১ বল খেলে ৩টি চার ও এক ছক্কার ঝড় তুলে বরিশালকে দিয়েছেন উড়ন্ত সূচনা। তবে তাইজুল ইসলামের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে থেমেছে তার ২৪ রানের ছোট্ট ক্যামিও।
ওপর প্রান্ত আগলে খেলা আনামুল হক বিজয়ও খেলছেন দেখে শুনে। ৯ বলে ৬ রান করা এই ওপনোরকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন অধিনায়ক সাকিব। ৪ ওভার শেষে এক উইকেট হারানো বরিশালের সংগ্রহ ৪৬ রান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন