শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফোবানা সম্মেলন ওয়াশিংটনে পারর্ফম করবেন বেবী নাজনীন

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ৩০তম ফোবানা সম্মেলন ওয়াশিংটনে পারর্ফম করবেন বেবী নাজনীন। সেপ্টেম্বর ১, ২, ৩-এর একদিন পারফর্ম করবেন তিনি। এছাড়া পর্যায়ক্রমে ভারতের নচিকেতাসহ বাংলাদেশের আরো কয়েকজন শিল্পীর অংশগ্রহণের কথা জানা গেছে। এই মুহূর্তে বেবী নাজনীন আমেরিকার ওয়াশিংটনে অবস্থান করছেন। এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটনের শেরাটন হোটেলে। উল্লেখ্য পেশাগত  কারণে আরো আগে থেকেই বেবী নাজনীন আমেরিকা অবস্থান করছেন। এর মধ্যে আটলান্টা নিউইয়র্ক, নিউ জার্সির বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। বেবী বলেন, ফোবানা সম্মেলন বাংলাদেশীদের সবচেয়ে বড় মিলনমেলা। এবারের আয়োজনকে ঘিরে আরো জমাজমাট অবস্থা এখন ওয়াশিংটনে। এর আগেও একাধিকবার আমি এই সম্মেলনে অংশ নিয়েছি।’ এই অনুষ্ঠান শেষে বেবী নাজনীন আমেরিকার বিভিন্ন রাজ্যে আরো কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর চলতি মাসের শেষ দিকে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এনটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন