শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সৌরভ শুক্লার কাছে যা শিখলেন সুদীপ্তা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

টালিগঞ্জের অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী গত সপ্তাহে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘মনোহর পান্ডে’র শুটিং শেষ করেছেন। এই চলচ্চিত্রটিতে সুপ্রিয়া পাঠক কাপুর, সৌরভ শুক্লা, এবং রঘুবীর যাদবের মত বলিউডি শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। “আমার জন্য এই অভিজ্ঞতা ছিল স্কুলে গিয়ে এই দক্ষ শিল্পীদের কাছ থেকে অভিনয়ের সূক্ষ্ণ কাজগুলো শেখার মত। এছাড়া কৌশিক দার নির্দেশনায় কাজ করাও একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। একজন অভিনেতা হিসেবে তিনি শিল্পীদের যেভাবে দৃশ্য ব্যাখ্যা করেন তাও শেখার মত, তবে কৌশিকদার চাহিদামত অভিনয় করতে না পারায় আমি হতাশ,” সুদীপ্তা বলেন। চলচ্চিত্রটিতে কাজ করতে গিয়ে তিনি সৌরভ শুক্লার কাছেও একটি বিষয় শিখেছেন। “আমি কখনও মনিটর দেখি না কারণ এর ফলে আমি অনুভব করি যে এর চেয়ে ভাল করা যেত,” তিনি বলেন। “তবে সৌরভ জি আমাকে মনিটর দেখা শিখিয়েছেন যাতে নিজের কাজকে বিশ্লেষণ করা যায়। তাই এরপর থেকে নিয়মিত মনিটর পর্যবেক্ষণ করব,” সুদীপ্তা বলেন। তিনি আরও বলেন,” সৌরভ জি’র স্ত্রী বাঙালি, তাই তিনি ভাল বাংলা বলতে পারেন। ভবিষ্যতের ফিল্ম, ওটিটি প্রজেক্ট, কোলকাতা আর মুম্বাইয়ে কাজ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। শুটিংয়ের অবসরে আমরা একসঙ্গে লাঞ্চ করেছি। প্রতি দৃশ্যের পর আমি তাকে জিজ্ঞাসা করতাম, আমি পাস করেছি কী না। তিনি হেসে বলতেন পাস করেছি,” তিনি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন