বিনোদন ডেস্ক : ঈদের একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানি। তাদের সাথে দেখা যাবে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে। উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় তারা অতিথি হয়ে এসেছেন ‘নায়ক-নায়িকা-ভিলেন’ নামে একটি অনুষ্ঠানে। একজন নায়ক সিনেমার পর্দার বাইরেও কি নায়ক? একজন নায়িকা পর্দার বাইরেও কি সবসময় নায়িকাসুলভ আচারণ করেন? আবার একজন ভিলেন সিনেমার পর্দার বাইরেও কি ভিলেন? তাছাড়া ওমর সানি পর্দার বাইরে নায়কের মতো কোনো সময় আচারণ করেছেন কিনা কিংবা মিশা আদৌ ভিলেনের মতো খারাপ আচারণ করেন কিনা এসব কথা বলবেন তারা। দেবাশীষ বিশ্বাস বলেন, খুব ভালো লেগেছে এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে। আমার খুব কাছের তিনজন মানুষ ওমর সানি, মৌসুমী ও মিশা ভাই। পুরো অনুষ্ঠানটিই গল্প আর আড্ডায় কেটেছে। তাছাড়া দর্শকরা অনুষ্ঠানটি দেখলে তাদের এই পছন্দের তিন শিল্পীর সম্পর্কে নানা মজার তথ্য জানতে পারবেন। আলমগীরের প্রযোজনায় ঈদে অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন