বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা শ্যামল মাওলা ও তার স্ত্রীর নন্দিনীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। সংসার ভাঙ্গার বিষয়টি স্বীকার করেছেন শ্যামল মাওলা। তিনি জানিয়েছেন, আমাদের ডিভোর্স হয়েছে অনেক আগেই। আমার আর নন্দিনীর মতের অমিল হওয়ায় আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আর কিছু বলতে চাই না। উল্লেখ্য, শ্যামল মাওলা ও নন্দিনী ভালোবেসে বিয়ে করেছিলেন। তিন বছর সংসার করেছেন তারা। শ্রেয়ণ নামে তাদের একটি ছেলেও রয়েছে। বর্তমানে শ্রেয়ণ নন্দিনীর কাছেই থাকে। নন্দিনী রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছেন। শ্যামল মাওলা এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন