বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দুই বছর পর প্লে-ব্যাকে ন্যান্সি

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দুই বছর আগে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘হানিমুন’ সিনেমায় ইমনের সুর সঙ্গীতে ন্যান্সি গান গেয়েছিলেন। বিরতির পর আবারো ইমনের সুর সঙ্গীতে ন্যান্সি প্লে-ব্যাক করলেন। শামীমুল ইসলাম শামীমের পরিচালনাধীন ‘গোলাপতলীর কাজল’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন, শামীমুল ইসলাম শামীম। ন্যান্সি বলেন, ‘গানটির কথা, সুর আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় অসাধারণ একটি গান হয়েছে। আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে গাইতে। বাকিটা শ্রোতা দর্শক ভালো বলতে পারবেন।’ শওকত আলী ইমন বলেন, ‘ন্যান্সি যে গানটি গেয়েছেন তা সিকোয়েন্সের ডিমান্ড অনুযায়ী অসাধারণ গেয়েছেন। আমি খুবই মুগ্ধ তার গায়কিতে। কেন যেন মনে হচ্ছে ন্যানসির এই গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।’ পরিচালক শামীমুল ইসলাম শামীম জানান, ডিসেম্বরে সিনেমার শুটিং শুরু হবে। এদিকে ঈদে ‘ন্যান্সি উইথ স্টারস’ অ্যালবামটি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বাজারে আসছে। অ্যালবামের সবগুলো গান লিখেছেন ¯েœহাশীষ চক্রবর্তী। সবগুলো গানের সুর সঙ্গীত করেছেন ইমরান। এতে ন্যান্সির সঙ্গে গেয়েছেন কুমার বিশ^জিৎ, বাপ্পা মজুমদার, মিনার ও ইমরান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন