বিনোদন ডেস্ক : ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে শাকিবের ১৪টি সিনেমা। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট এবং দুপুর ২টা ৩০ মিনিটে ১টি করে সিনেমা চ্যানেলটিতে প্রচার হবে। সকাল ৯টা ৩০ মিনিটের সিনেমাগুলো বিরতিহীনভাবে প্রচার করা হবে। সিনেমাগুলো হচ্ছে আমার বুকের মধ্যখানে, এক মন এক প্রাণ, নিষ্পাপ মুন্না, রাজা ৪২০, সেরা নায়ক, লাভ ম্যারেজ, বল না তুমি আমার, ঢাকার কিং, বল না কবুল, ডেয়ারিং লাভার, মনের ঘরে বসত করে, হিটম্যান, ফুল এন্ড ফাইনাল এবং রাজা বাবু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন