মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ার অপহৃত ২৭৯ শিক্ষার্থী মুক্তি পেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ২:১৮ পিএম

অবশেষে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল থেকে গত সপ্তাহে অপহৃত প্রায় ৩০০ শিক্ষার্থীর সবাই মুক্তি পেয়েছে। এই শিক্ষার্থীরা বর্তমানে সরকারি একটি ভবনে অবস্থান করছে বলে জামফারা রাজ্যের গভর্নর জানিয়েছেন। মঙ্গলবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জামফারার গভর্নর ডা. বেল্লো মাতাওয়ালে এএফপিকে বলেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, কিশোরীরা নিরাপদে আছে। তারা মাত্র সরকারি একটি ভবনে পৌঁছেছে এবং বর্তমানে সুস্থ আছে। এএফপির একজন প্রতিনিধি জামফারায় একটি সরকারি ভবনে হিজাব পরিহিত শত শত কিশোরীকে দেখতে পেয়েছেন।

গত শুক্রবার অজ্ঞাত শত শত বন্দুকধারী জামফারার প্রত্যন্ত জানজেবে অঞ্চলের সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ৩১৭ কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন