ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের তেলক্ষেত্রে হামলা চালালে সৌদি আরবের বৃহত্তম তেল স্থাপনা আরামকোর ওপর হামলা চালানো হবে। সম্প্রতি সৌদি ভাড়াটে গেরিলাদের হাত থেকে মারিব প্রদেশ মুক্ত করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী।
লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, ইয়েমেনের সরকার কয়েকটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারকে এই সতর্কবার্তা দিয়েছে। মা’রিব প্রদেশের সাফের তেলক্ষেত্রের খুব কাছাকাছি অবস্থানে যখন পৌঁছে গেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা তখন এই বার্তা দেয়া হলো। আরামকো তেল স্থাপনা হচ্ছে সৌদি আরবের অর্থনীতির প্রধান প্রাণসঞ্চারী প্রতিষ্ঠান।
ইয়েমেনের সরকার বলেছে, মা’রিব প্রদেশের ওই তেলক্ষেত্র তাদের জন্য রেড লাইন। সম্প্রতি হুথি সমর্থিত সেনাবাহিনী মা’রিব প্রদেশ মুক্ত করার অভিযান শুরু করে। বেশ কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর প্রদেশটি মুক্ত হয়েছে। মা’রিব প্রদেশকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদা হামলার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করছিল।
সূত্র: পার্সটুডে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন