ভারতের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘থিয়েটার ইন এডুকেশন’ আয়োজিত ’থিয়েটারাইভ্যাল’ শিরোনামের ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’। চারদিনব্যাপী এ অনলাইন উৎসবের সমাপনী দিন ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ পালনের অংশ হিসেবে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘থিয়েটার ইন এডুকেশন’-এর ফেইসবুক পেজ থেকে সম্প্রচার হবে ‘হেলেন কেলার’। মহিয়সী নারী হেলেন কেলার-এর জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ও নারীর একক অভিনয়ে সমৃদ্ধ ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম। এই ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে স্বপ্নদলের 'হেলেন কেলার' ছাড়াও ফ্রান্স, পাকিস্তান ও ভারতের নাট্যপ্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, ‘হেলেন কেলার’ ইতোমধ্যে দেশে-বিদেশে ৩১টি সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন