শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তি পাচ্ছে দেশের প্রথম থ্রিডি সিনেমা আলাতচক্র

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

মুক্তি পাচ্ছে দেশের প্রথম থ্রিডি সিনেমা আলাতচক্র। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। আগামী ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। প্রখ্যাত ঔপন্যাসিক ও লেখক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন জয়া আহসান, মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশারফসহ অনেকে। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশী লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালবাসা, মানসিক টানাপড়েন এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি চিত্রায়িত হয়েছে সিনেমাটিতে। এতে দানিয়েল চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। আর প্রেমিকা তায়েবার ভূমিকায় আছেন জয়া আহসান। ৬০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। হাবিবুর রহমান জানান, পুরো শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। উল্লেখ্য, অলাতচক্র উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়। ২০১৯ সালে চলচ্চিত্রটির কাজ শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন