শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গতানুগতিক চরিত্রে অভিনয় করে আনন্দ পাই না -মেহজাবিন চৌধুরী

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

আমার এখনো সেই বয়স ও সময় হয়নি কাজ করে তৃপ্ত কিনা তা বলার। যখন অভিনয় ছেড়ে দেবো তখন এসব নিয়ে কথা বলবো। এখন যেসব নাটকের গল্প পছন্দ হচ্ছে, সেগুলোতেই কাজ করছি। নিশ্চয়ই দর্শক দেখছেন কতটা ভিন্নধর্মী চরিত্রে কাজ করছি। গতানুগতিক চরিত্রে অভিনয় করে আনন্দ পাই না। তাই আলাদা কিছু করার প্রতিই মনোযোগ থাকে আমার। নাটকে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বললেন দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমানে মেহজাবিন নির্মাতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। তবে তিনি গড়পড়তা সব নাটকে অভিনয় করেন না। বেছে বেছে অভিনয় করেন। যে নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা আছে, তাতে অভিনয় করেন। গত ভালবাসা দিবসে তার অভিনীত ১২টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। সব কয়টি নাটকে তার বিপরীতে ছিলেন অভিনেতা নিশো। ফলে এ নিয়ে নাট্যাঙ্গণে কথা উঠেছে, তারা দুজন সিন্ডিকেট করে নাটক করছেন। এ নিয়ে মেহজাবিন আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, ভালোবাসা দিবসে প্রচারিত ১২ নাটকের কাজ একই সময়ে করা হয়নি। এগুলোর কতগুলো আগের করা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবগুলো নাটক একই সময়ে প্রচার হওয়ায় এ ধরনের কথা উঠেছে। এখানে সিন্ডিকেটের কোনো বিষয় নয়। আর আমার বিপরীতে কে অভিনয় করবেন তা নির্ধারণ করেন পরিচালক। আমি শুধু নাটকের গল্প ও আমার চরিত্র দেখি। সহশিল্পী নয়, আমার মনোযোগ থাকে কাজটা করে আমি নিজে কতটা তৃপ্তি পাবো সেটার ওপর। অপূর্ব-নিশোর বাইরে অন্যদের সঙ্গেও আমি কাজ করছি। এদিকে মেহজাবিন চলচ্চিত্রে কাজ করবেন এমন কথা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। সত্যিটা হচ্ছে, আমি কোনো চলচ্চিত্রে কাজ করছি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন