শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টঙ্গী বাড়ীতে ভাতিজার হাত বিচ্ছিন্ন করল ইউপি সদস্য

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ২:১০ পিএম

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ইউপি সদস্য চাচার রাম দায়ের কোপে ভাতিজার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (৫ মার্চ) রাতে পূর্ব বিরোধের জেরে পুকুরে মাছ ধরা নিয়ে দু পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।


জানা যায়, উপজেলার বলই গ্রামের শফি উদ্দন শেখের ছেলে আউট শাহী ইউপি সদস্য শিপনের (৪৫) সঙ্গে তার ভাই সাত্তার শেখগং-এর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চাচা শিপন রামদা দিয়ে ভাতিজা রমজানের (২৩) বাম হাতে কোপ দেন।


পরে আহত অবস্থায় টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণকরেন। তার হাতটি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন চিকিৎসক।


প্রসঙ্গত, ৩ মাস আগে বলই গ্রামের মুদি ব্যবসায়ী ইমরান শেখের বাড়ির গাছ কাটা নিয়ে তর্কবিতর্কের জেরে শিপন মেম্বার ছুরি দিয়ে কুপিয়ে ইমরানের পেটে-বুকে একাধিক আঘাত করে তার নাড়িভুঁড়ি বের করে ফেলে। সেই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরে জামিনে বের হয়ে আসেন শিপন।


টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দৈনিক ইনকিলাব কে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন