শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আস্থা ভোটে জয়ী হলেন ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ২:৪৪ পিএম | আপডেট : ২:৫৩ পিএম, ৬ মার্চ, ২০২১

পাকিস্তানের জাতীয় সংসদে এক আস্থা ভোটে জয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সংসদের নিম্ন কক্ষের এক অধিবেশনে ৩৪২ সদস্যের মধ্যে ১৭৮ ভোট লাভ করেছেন। প্রেসিডেন্ট আরিফ আলভীর এক নির্দেশে এই ভোটের আয়োজন করা হয়। ইমরান খানের জয়ী হবার জন্য ১৭২ ভোটের প্রয়োজন ছিল।

বিরোধী দলের আহুত বয়কটের আহ্বানের আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির সংসদে এই আস্থা ভোটে জয়ী। এর ফলে তার সরকারের বৈধতার ভিত্তি আরও শক্তিশালী হল। এর আগে তার মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী এক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে সিনেট নির্বাচনে পরাজিত হন।উচ্চকক্ষের ভোটাভুটিতে অর্থমন্ত্রী আব্দুল হাফিজ পেয়েছিলেন ১৬৪ ভোট। ইউসুফ রাজা গিলানি পেয়েছিলেন ১৬৯ ভোট। এবার উচ্চকক্ষের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে ভোট হবে ১২ মার্চ। তার আগেই নিম্নকক্ষে আস্থা ভোটের সম্মুখীন হয়ে জয়ী হলেন প্রধানমন্ত্রী ইমরান খান। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন