শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার সেরা ১০ বাছাই

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সৌন্দর্য্য এবং প্রতিভার সম্মিলনে আন্তর্জাতিক প্রতিযোগিতা মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০- এর চ‚ড়ান্ত পর্বে উঠে এলেন সেরা দশ প্রতিযোগী। গত কয়েক দিন ২০ জন প্রতিযোগীকে নিয়ে গ্রুমিং পর্ব আর বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশগ্রহনের উপর ভিত্তি করে সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার বিচারকেরা। আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২০ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশ-এর প্রতিনিধিত্ব করার জন্য লড়বেন এই ১০ প্রতিযোগী। এবছর ৯ হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেন। অডিশন রাউন্ড এবং মূল পর্ব পেরিয়ে প্রতিযোগিতার সেরা দশ জনকে নির্বাচিত করা হয়েছে। ঢাকার রেডিসন ব্লু হোটেলে গত কিছুদিন ধরে নানা অনুশীলন, কার্যক্রম, গ্রুমিং, ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন ২০ প্রতিযোগী। এদের মধ্য থেকে নির্বাচিত হন সেরা ১০ জন। তারা হলেন অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা। সেরা ১০ বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, ফ্যাশন হাউজ জুরহেম-এর প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভারসিটির আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগার । মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম জানান এরাই থাকবেন চূড়ান্ত পর্বের বিচারকের আসনে। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রেসিডেন্ট মোস্তফা রাফিকুল ইসলাম ডিউক জানান, আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন