সউদী আরবকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (০৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হুতি বিদ্রোহীরা সউদী আরব এবং দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। ১৭ ফেব্রুয়ারি দেশটির পার্ক করা বাণিজ্যিক উড়োজাহাজ আঘাত হানে। এরপরে হামলা লক্ষ্যবস্তুতে আঘাতের আগে যৌথ কোয়ালিশন ফোর্সেস দ্বারা বাধা দেওয়াা এবং ধ্বংস করা হয়েছিল।
হুতি বিদ্রোহীদের এই অবৈধ ক্রিয়াকলাপ এই অঞ্চলে শান্তি ও সুরক্ষাকে ক্ষুণœ করে। বাংলাদেশ এ ধরনের আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। এই ধরনের আগ্রাসনের মুখে সউদী আরবের ভ্রাতৃত্বের সাথে একাত্মতার পুনর্বার আহ্বান জানায়। সুরক্ষা ও আঞ্চলিক অখন্ডতার যে কোনও হুমকির বিরুদ্ধে স্থায়ী শান্তি আনতে তাদের প্রয়াসে সউদী আরবের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করা হবে বলে জানায় বাংলাদেশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন