শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রিয়াঙ্কা চোপড়া লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা হচ্ছেন!

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বলিউডের অভিনেত্রী কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস শুরু করতে পারেন।
তার অভিনয়ে আন্তর্জাতিক টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ যদি আরও কয়েক মৌসুমের আয়ু পায় তাহলে তিনি সেখানে থেকেই কাজ করতে পারেন। প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি দ্বিতীয় মৌসুম যদি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে সিরিজটি আরও বিস্তৃত হতে পারে আর তাতে তাকে আরও পাঁচ বছর এতে কাজ করতে হতে পারে। এদিকে বলিউডেও তিনি প্রচুর অফার পাচ্ছেন। এর কোনওটিই তার মনে ধরছে না বলে তিনি অফারগুলো ফিরিয়ে দিচ্ছেন। তাতে এখন ‘কোয়ান্টিকো’ সিরিজটিই তার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।
প্রিয়াঙ্কা এর মধ্যেই লস অ্যাঞ্জেলেসে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তাতে সেখানে থাকাটা তার জন্য কোনও সমস্যা নয়। সেখানে থাকলে তার সুবিধাই হবে। এতে তিনি হলিউডে আরও কাজ পাবার জন্য কাজ করে যেতে পারবেন। বারবার আসা-যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। তার মা মধু চোপড়া বলিউডে তার প্রডাকশন হাউসের দেখাশোনা করবেন এবং তার প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন