২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দিল ধাড়াকনে’র পর অভিনেতা রাহুল বোস তার ক্যারিয়ারকে আরও বিস্তৃত করার কথা বিবেচনা করছেন। তিনি একটি প্রকাশনাকে জানিয়েছেন তিনি একটি ওয়েব সিরিজে কাজ করার জন্য সায় দিয়েছেন। তিনি জানান এই মাধ্যমটি অসাধারণ।
তিনি আরো জানিয়েছেন বলিউডে থেকে তিনি সাম্প্রতিক কালে খুব ভালো অফার পাচ্ছিলেন না আর যেন তেন চলচ্চিত্রে কাজ করতে তার কোনও আগ্রহ নেই। তিনি জানান, সব কিছুই এখন নিরাশাব্যঞ্জক, কখনও কখনও ভালো অফার পাওয়া যায় আবার এমন সময় আসে যখন ভালো ভ‚মিকা পাওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেছেন এখন ভালো কোনও অফার পাচ্ছেন না বলে তিনি মনে করেন না যে আগে তিনি সঠিকভাবে তার কাজ করেননি আর চরিত্র পছন্দ না হলে তিনি কাজ করায় বিশ্বাসী নন।
রাহুল এখন এভারেস্ট জয়ী কনিষ্ঠতম কিশোরী পূর্ণা মালাবাথের জীবনী নিয়ে একটি চলচ্চিত্রে কাজ করছেন। এক বছর আগে তিনি মেয়েটির পরিবারের কাছে চিত্রনাট্য জমা দিয়েছেন। তিনি চান পরিবারের সদস্যরা অনুমোদন দিলেই কাজ শুরু করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন