শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জুরির দায়িত্ব থেকে বাদ পড়লেন টেইলর সুইফ্ট

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

একটি ধর্ষণ ও অপহরণ মামলার সম্ভাব্য জুরির দায়িত্ব থেকে গায়িকা টেইলর সুইফ্টকে অব্যাহতি দেয়া হয়েছে। এক সাবেক রেডিও উপস্থাপকের বিরুদ্ধে তার নিজের গায়ে হাত দেয়ার মত যৌন হয়রানির মামলা রয়েছে বলে তিনি পক্ষপাত করতে পারেন বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আকস্মিকভাবেই গায়িকাটি সাধারণ পোশাক আর একেবারেই সামান্য মেকআপে মিউজিক সিটি আদালতে হাজির হলে উপস্থিত সবাই অবাক হয়ে যায়।
২৬ বছর বয়সী গায়িকাটি অন্য কয়েকজন সম্ভাব্য জুরির সঙ্গে আলাপ করেন এবং পরে এই ছবি ও ভিডিও সোশাল মিডিয়াতে প্রকাশ করা হয়। আইনজীবী তার পেশা জানতে চাইলে তিনি বলেন, “আমি একজন গীতিকার।” এরপর তিনি তার নিজের মামলাটির উল্লেখও করেন এবং জানান তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন।
এর আগে ৯৮.৫ কে ওয়াইগো রেডিও স্টেশনের উপস্থাপক ডেভিড মুয়েলার গায়িকাটির বিরুদ্ধে এই মর্মে মামলা করেন যে ২০১৩ সালে ডেনভারের একটি কনসার্টে শুভেচ্ছা বিনিময়ের সময় তার বিরুদ্ধে গায়ে হাত দেয়ার মিথ্যা অভিযোগ করার কারণে তাকে চাকরি খোয়াতে হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে সুইফ্টও একটি মামলা করে উল্লেখ করেন মুয়েলার আসলেই তার শরীরে হাত দিয়েছিল।
নিজের মামলা চলার কারণে সুইফ্টকে জুরি থেকে বাদ দেয়া হলেও তিনি জানান অন্য যে কোনও মামলায় জুরি হতে তার সম্মতি আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন