শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক যুগ পর পান্থ কানাইয়ের অ্যালবাম দেহখাঁচা

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০০৩ সালের শেষদিকে সর্বশেষ একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ করেছিলেন পান্থ কানাই। তারপর আর কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি তার। এক যুগেরও বেশি সময় পর এবারের ঈদে প্রকাশিত হতে যাচ্ছে তার তিন গানের অ্যালবাম ‘দেহখাঁচা’। গানগুলোর শিরোনাম ‘দেহখাঁচা’, ‘দমে দমে’ এবং ‘রাত জোনাকী’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীতায়োজনে চিরকুটের ইমন চৌধুরী। ঈদ সামনে রেখে সিএমভির ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিকে। অ্যালবামটির প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘রাজেশ, ইমন, জীবন- সবার কাজই আমার ভালো লাগে। এই প্রথম সবার সঙ্গে কাজ করা আমার। তারা আমার মনের মতো করে গানগুলো তৈরি করেছেন। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। আমার ভক্ত-শ্রোতাদের গানগুলো শোনার আহŸান জানাচ্ছি।’ রাজেশ বলেন, ‘এবারই প্রথম পান্থ কানাই এবং ইমনের সঙ্গে কাজ করলাম। জীবনের কথা, আমার সুরের সঙ্গে ইমনের মিউজিক এবং পান্থ কানাইয়ের কণ্ঠ মিলে ভালো একটা অ্যালবাম দাঁড়িয়েছে। তিনটি গানেই বৈচিত্র্য আছে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতারা খুব পছন্দ করবেন।’ রবিউল ইসলাম জীবন বলেন, ‘পান্থ কানাইয়ের জন্য এর আগে কখনো লেখা হয়নি। অসাধারণ কণ্ঠ তার। এই অ্যালবামে সেটা আবারও প্রমাণ হয়েছে। সবার টিমওয়ার্কের ফলেই এত ভালো কাজ সম্ভব হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন