বিনোদন ডেস্ক : মাইলস-এর অন্যতম সদস্য শাফিন আহমেদের গাওয়া নজরুল গীতির অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার মা কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম-এর স্মরণে তিনি এই অ্যালবামে গেয়েছেন। ‘মনে পড়ে আজ’ শিরোনামে অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন লি.। মায়ের প্রতি শ্রদ্ধা ও তার গাওয়া গানগুলো থেকে বাছাই করা ৭টি নজরুল সংগীত নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের সবগুলো গানেরই সুর করেছেন সাফিন আহমেদেরে পিতা উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট কমল দাশগুপ্ত। অ্যালবামের গানগুলো হচ্ছে, কতযুগ দেখিনি তোমারে, মনে পড়ে আজ, তুমি হাত খানি যবে রাখো মোর হাতের পরে, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, তোমারই আঁখির মতো আকাশের দুটি তারা, গভীর নিশিথে ঘুম ভেঙ্গে যায় ও প্রভাত বিনা তব বাজে। অডিও সিডি ছাড়াও জিপি মিউজিক থেকে সংগ্রহ করা যাবে অ্যালবামটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন