মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের ট-বাজারের সামনের রাস্তায় সোমবার দুপুরে বালু ভর্তি তিন চাকা নাটা গাড়ী উল্টে রাফি বিশ্বাস (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।তার বাড়ি শ্রীপুর চন্দ্রপাড়া গ্রামে।রাফির চাচাত ভাই মিন্টু মল্লিক জানান,রাফি চন্দ্রপাড়া গ্রামের শাহিন বিশ্বাসের ছেলে।চর গোয়ালদা থেকে বালু ভর্তি করে সে সাচিলাপুর বাজারের দিকে আসার পথে গাড়ী উল্টে সে নিহত হয়।চালক পলাতক রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন