শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটর শ্রমিক নিহত সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা

গোবিন্দগঞ্জে বাসচাপায় রায়হান মিয়া (৪৫) নামে গতকাল সোমবার সকালে এক মোটর শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত রায়হান মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে। স্থানীয় লোকজন জানায়, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পরিবহন মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার সকালে বগুড়া থেকে গাইবান্ধাগামী ভাই-বন্ধু পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ আসে। এ সময় গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতির লোকজন চৌমাথা মোড়ে বাসটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু বাসের চালক দ্রুত গতিতে বাসটি চালিয়ে কোমর বাজার এলাকা পৌঁছলে মহাসড়কের উপর থাকা মোটর শ্রমিক রায়হান মিয়া বাসটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু চালক রায়হান মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাস ও হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। উল্লেখ্য, গাইবান্ধা-বগুড়া ও গাইবান্ধার সকল রুটে বাস চলাচল নিয়ে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিকের সাথে গোবিন্দগঞ্জ পরিবহন মালিকের অভ্যন্তরীণ কোন্দল চলছিল। কোন্দলের জের ধরে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন