শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শখ-নিলয়ের সংসারে অশান্তি!

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয় দিয়ে নিলয় ও শখ দম্পতি যতটা না আলোচিত হয়েছেন, তার চেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হয়েছেন তাদের প্রেম-বিয়ে নিয়ে। প্রেম-পরিণয় নিয়ে অনেক নাটকীয়তার পর এ বছরের জানুয়ারিতে তারা বিয়ে করেন। কিন্তু বছর না যেতেই তাদের সংসারে অশান্তি চলছে বলে মিডিয়ায় এখন জোর গুঞ্জন চলছে। শখ ও নিলয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিয়ের আগে নিলয়ের পরিবারের কাছ থেকে শখ যেমনটা সমর্থন আশা করেছিলেন এখন নাকি তেমনটা পাচ্ছেন না। এ নিয়ে শখ বেশ মানসিক অশান্তিতে আছেন। শখ নাকি নিলয়ের পরিবারের সাথে খাপখাইয়ে নিতে পারছেন না। শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হয়। ফলে শখ ও নিলয়ের সংসারে বেশ টানাপড়েনের সৃষ্টি হয়েছে। যদিও নিলয় এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। বলেছেন, সংসারে এমন একটু-আধটু সমস্যা হতেই পারে। সব সংসারেই হয়। তার কথায় যুক্তি আছে। তবে তার ঘনিষ্ঠজনরা মনে করছেন, সংসার টিকিয়ে রাখতে এখন তারা চ্যালেঞ্জের মুখোমুখি। সম্প্রতি শখের একটি মন্তব্যও তাই সাক্ষ্য দিচ্ছে। স¤প্রতি ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং হয় উত্তরার আপন ঘর শুটিং হাউজে। সেখানে শুটিং সেটে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শুটিংস্পটে উপস্থিত ছিলেন মীর সাব্বিরসহ ইউনিটের আরো অনেকে। তাদের সামনে শখের শাশুড়ির কথা উঠতেই শখ কান্নায় ভেঙে পড়েন এবং তার প্রতি শাশুড়ির বাজে ব্যবহারের কথা অকপটে স্বীকার করেন। এমনকি কাঁদতে কাঁদতে শখ নাকি বলেন, নিলয়ের সঙ্গে আমার বোধহয় আর বেশিদিন ঘর করা হবে না!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ওসমান ৪ সেপ্টেম্বর, ২০১৬, ৭:২১ এএম says : 0
এগুলো নতুন কিছু নয়
Total Reply(0)
হাবিব রাবি থেকে ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৬ পিএম says : 0
এগুলা আবার নতুন কিছু নাকি। মিডিয়া জগতের সংসার এরকই তো হয় বর্তমানে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন