শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক বছর পর দেশে ফিরলেন তপন চৌধুরী

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

এক বছর পর কানাডা থেকে দেশে ফিরেছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে দেশে থাকার জন্য তিনি ফিরেছেন। তপন চৌধুরী বলেন, ‘করোনার কারণে কানাডা থেকে এক বছর দেশে আসার সুযোগ ছিল না। আমার স্ত্রী, সন্তান সেখানেই থাকেন। বছরের নির্দিষ্ট একটি সময় আমি কানাডায় থাকি। বেশিরভাগ সময় দেশেই কাটাই। দেশই আমার ভাল লাগে। তিনি বলেন, দেশে আসার মূল কারণ স্বাধীনতার ৫০ বছর পুর্তি হবে আগামী ২৬ মার্চ। সেই মুহুর্তটাতে প্রিয় জন্মভূমিতে থাকতে চেয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন ঐ সময় আমি দেশে থাকতে পারি, সেই স্বপ্ন আর আশা নিয়েই দেশে আসা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র পূর্ণ হবার মুহুর্তটাকে নিজে থেকে উপভোগ করতে চাই। স্টেজ শো, টিভি শো, নতুন গান প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘মাত্র দেশে আসলাম। তেমন কেউ জানে না আমি দেশে এসেছি। তবে অবশ্যই ইচ্ছা আছে স্টেজ শো করার, টিভিতে গান গাওয়ার। উল্লেখ্য, ১৯৭৯ সালে বাংলাদেশে টেলিভিশনে ব্যান্ড দল ‘সোলস’ এর হয়ে তপন চৌধুরীর গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি প্রচার হবার পর শিল্পী হিসেবে রাতারাতি তারকা বনে যান তপন চৌধুরী। নকীব খানের লেখা ও পিলু খানের সুরে গাওয়া গানটি কালজয়ী হয়ে আছে। ১৯৮৫ সালে তপন চৌধুরীর প্রথম একক গানের ক্যাসেট ‘তপন চৌধুরী’ সারগামের ব্যানারে বাজারে আসে। আইয়ুব বাচ্চুর সুর সঙ্গীতে এই অ্যালবামটির সবগুলো গানই শ্রোতাদের মন কেড়ে নেয়। এরপর ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায় ‘অনুশোচনা’ অ্যালবামটি। তার সর্বশেষ একক অ্যালবাম ‘ফিরে এলাম’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন