বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভাষা আন্দোলন নিয়ে শহীদুল হক খানের চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্র নির্মাণ করছেন শহীদুল হক খান। চলচ্চিত্রটির নাম একজন ভাষা সৈনিকের গল্প। এতে ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ কাহিনী তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের ভ‚মিকাও। শুটিং শেষে চলচ্চিত্রের এডেটিং, ডাবিং, কালার গ্রেডিং, মিউজিক কম্পোজিশনসহ অন্যান্য কাজ চলছে। নির্মাণ কাজ সম্পন্ন করে খুব দ্রæতই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান লিভার ক্যান্সারে আক্রান্ত নির্মাতা শহীদুল হক খান। ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক-অভিনেতা সুহৃদ জাহাঙ্গীর। এতে ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, এ ধরনের ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহেদ শরিফ খান, সুমনা সোমা, গাজী ফারুক, সুলতানা হায়দার, মনির হোসেন টিপু, নাসিম আনোয়ার, ছোঁয়া বণিক, শাহাদাত হোসেন নিপু, সানজিদা মৌ, কামাল মিনা, প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন