বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা জেকে ১৯৭১

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

মুক্তিযুদ্ধের সময়কালের একজন স্বাধীনতাকামী মানুষ ও সত্য ঘটনাটা অবলম্বনে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র জেকে ১৯৭১। এটি নির্মাণ করছেন ভুবন মাঝি ও গন্ডি খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান। সিনেমাটির চিত্রনাট্য করছেন মাসুম রেজা। এতে থাকছে একটি মাত্র গান। ইংরেজিতে রচিত এই গানটি লিখেছেন ও গেয়েছেন সোলস ব্যান্ডের নাসিম আলী খান। সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন পার্থ বড়–য়া। ফাখরুল আরেফীন খান জানান, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাঁ ক্যুয়ে পাকিস্তানের পিআইএ-৭১১ বিমানটি যাত্রীসহ ছিনতাই করেছিলেন। সেদিন এই ক্যুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন। কী ঘটেছিল বিমানের ভেতরে। পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে ধরতে চাই। তিনি বলেন, এটা আমাদের গড়াই ফিল্মসের প্রথম আন্তর্জাতিক কাজ। মুক্তিযুদ্ধের সময় দেশের বিপদে পড়া মানুষদের সাহায্য করার জন্যই জ্যাঁ কুয়ে বিমান ছিনতাই করেছিলেন। যদিও অফিসারদের চালাকির কারণে তিনি আটকা পড়েছিলেন সেদিন। কিন্তু ঠিকই তার শর্ত ধরে ২০ টন ওষুধ বাংলাদেশিদের জন্য এসেছিলেন। নির্মাতা জানান, সিনেমাটিতে জ্যাঁ ক্যুয়ে চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। এর আগে তাকে দেখা গেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি চলচ্চিত্রে। আর বিমানের পাইলটের ভুমিকায় অভিনয় করবেন সভ্যসাচী চত্রক্রবর্তী। এছাড়াও আরও ৩৪ জন অভিনয়শিল্পী এতে অভিনয় করবেন। এপ্রিলের মাঝামাঝি কলকাতার দুর্গাপুরের বিমানবন্দরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। সেখানেই সিনেমাটির দৃশ্যধারণ শেষ হবে। চলতি বছরের ৩ ডিসেম্বর এটি মুক্তি দেওয়া হবে। কারণ, ১৯৭১ সালের এই দিনেই বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন