মুজিব বর্ষ ইস্পাহানি স্বাধীনতা দিবস স্কোয়াশের খেলা শুরু হয়েছে। গতকাল ঢাকার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে প্রথম রাউন্ডে উন্মুক্ত পুরুষ বিভাগে উত্তরা ক্লাবের সুমন, সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রনি দেবনাথ, শাহাদাত, মাসুম, গুলশান ক্লাবের শহীদ, চট্টগ্রাম ক্লাবের সাইফুল ও আমেরিকান ক্লাবের রাজু এবং উন্মুক্ত নারী বিভাগে সেনাবাহিনীর সৈনিক মারজান, সৈনিক সুনিতা ও চট্টগ্রাম ক্লাবের সুবাইদা জয় পেয়েছেন। এছাড়া বিএএফ শাহিন কলেজে প্রথম রাউন্ডে অনুর্ধ্ব-১৯ বালক বিভাগে বিএএফ শাহিন কলেজের রায়হান, সপ্নিল, মিরপুরের নিরব, নৌবাহিনীর হাসিব, কুমিল্লার ওয়ালিদ, গুলশান ক্লাবের উমায়ের, আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের সোহাগ, আসিফ, জাহিদ, আসাদ, হুসাইন, আদমজি কলেজের আহনাফ এবং অনুর্ধ্ব-১৯ বালিকা বিভাগে মিরপুরের রুনা, বিএএফ শাহিন কলেজের রিয়াজুল, আতিফা, নওাসাবা জয়লাভ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন