নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উৎপাদনে খাতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ ও দেশের অর্থনীতিতে যানজটের প্রভাব’ শীর্ষক এক সেমিনার গত ২৯ আগস্ট, সোমবার সকালে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি অর্থনীতি বিভাগ ওই সেমিনারের আয়োজন করে। উপ-উপাচার্য প্রফেসর ড. মো আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন-বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক সঞ্জয় চক্রবর্তী পিএইচডি। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান বিনতা রানী সেন। অন্যান্যের মধ্যে রিসার্চ সেলের সহকারী পরিচালক ড. আসাদুন নবী, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষক মো. মজনুর রহমান ও মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন