মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার ঈদগাহ ময়দানে ক্বেরাত সম্মেলনে কুরআন প্রেমীদের ঢল নেমেছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৮:৫০ পিএম

শনিবার সকাল থেকে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই ক্বেরাত সম্মেলনে সকাল ১০ টা থেকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শুরু হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী এবং দেশবরেণ্য ক্বারী সাহেবানরা পবিত্র কুরআনের তেলাওয়াত করছেন এই ক্বেরাত সম্মেলনে।

মিশরের প্রখ্যাত ক্বারী শায়খ ক্বারী আব্দুন নাসের হারক প্রধান ক্বারী হিসেবে ক্বেরাত সম্মেলনে উপস্থিত হবেন বাদ এশা। তিনি গত কালই কক্সবাজার পৌঁছান

বিশেষ ক্বরী হিসেবে তেলাওয়াত করবেন যথাক্রমে- শায়খ ক্বারী সায়ীদ তুসী, ইরান, ক্বারী শায়খ মাহমুদ তুখী, মিশর, ক্বারী শায়খ মাহমুদ আব্দুল বাসীত হারক। আজ সকালে আমন্ত্রিত ক্বারী সাহেবানরাও ইতোমধ্যে কক্সবাজার এসে পৌঁছান।

দেশের বরেণ্য ক্বারী শায়খ আমজাদ হোসাইন, ক্বারী শায়খ শহীদুল ইসলাম, ক্বারী শায়খ আহমাদুল হক, (পটিয়া) ক্বারী শায়খ মুফিজুল হক, (চট্রগ্রাম), ক্বারী শায়খ ইসহাক, (ইসাপুর), ক্বারী শায়খ আনওয়ার, (চট্রগ্রাম) ও ক্বারী শায়খ আব্বাস সম্মেলনে কুরআন তেলাওয়াত করবেন।

সম্মান প্যান্ডেলে সকাল ১০ টা হতে হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

বাদ আছর স্থানীয় ক্বারীদের তিলাওয়াত শুরু হয়েছে। বাদ মাগরিব বিভাগীয় ক্বারীদের তিলাওয়াত, ঈশার নামাজের পূর্বে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

বাদ এশা জাতীয় ক্বারী ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারীদের তিলাওয়াত এবং রাত ৯ টা ৩০ মিনিট থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক ক্বারীদের সুমধুর সুরে কুরআন তিলাওয়াত করবেন।
ক্বেরাত সম্মেলন এর প্যান্ডেল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঈদগাহ ময়দানে কুরআন প্রেমীদের ঢল নেমেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন