আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
খুলনার মনোনীত প্রার্থীরা হলেন
পাইকগাছা উপজেলা : হরিঢালী ইউনিয়নে বেনজির আহমেদ বাচ্চু, কপিলমুনি ইউনিয়নে কওছার আলী জোয়াদ্দার, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, সোলাদানা ইউনিয়নে আব্দুল মান্নান গাজী, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জান তুহিন, গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, চাঁদখালী ইউনিয়নে মুনসুর আলী গাজী, গড়ইখালী ইউনিয়নে রুহুল আমিন বিশ্বাস।
কয়রা উপজেলা : কয়রা সদর ইউনিয়নে এস এম বাহারুল, মহারাজপুর ইউনিয়নে মো: আব্দুল্লাহ আল মাহমুদ, মহেশ্বরীপুর ইউনিয়নে মো: শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশী ইউনিয়নে সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে গাজী শামসুর রহমান, আমাদি ইউনিয়নে জিয়াউর রহমান জুয়েল, বাগালী ইউনিয়নে আব্দুস সামাদ গাজী।
দাকোপ উপজেলা: পানখালি ইউনিয়নে শেখ আব্দুর কাদের, দাকোপ ইউনিয়নে বিনয় কৃঞ্চ রায়, লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে রনজিত কুমার মন্ডল, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, বানিশান্তা ইউনিয়নে সুদেব মুকার রায়।
দিঘলিয়া উপজেলা: গাজীরহাট ইউনিয়নে মো: কামাল উদ্দিন সিদ্দিক হেলাল, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, সেনহাটি ইউনিয়নে ফারহানা নাজনীন, দিঘলিয়া ইউনিয়নে মো: ফিরোজ মোল্ল্যা, আড়ংঘাটা ইউনিয়নে মো: মফিজুর রহমান, যোগীপোল ইউনিয়নে শেখ আনিছুর রহমান।
বটিয়াঘাটা উপজেলা: বালিয়াডাঙ্গা ইউনিয়নে মো: মোশিবুর রহমান, গংগারামপুর ইউনিয়নে শেখ মো: হাদি উজ-জামান, আমিরপুর ইউনিয়নে জিএম মিলন।
প্রথম ধাপে খুলনার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষসময় ১৮ মার্চ, মনোনয়পত্র বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। আর ভোটগ্রহণ ১১ এপ্রিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন