শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার বছর পর একসঙ্গে অভিনয়ে অপূর্ব ও সারিকা

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চার বছর পর অপূর্ব ও সারিকা একসঙ্গে অভিনয় করলেন। মনজুরুল শিবলী’র রচনায় ও রুবায়েত মাহমুদের নির্দেশনায় ‘ফয়েল পেপারে প্রেম’ নাটকে তারা অভিনয় করছেন। সম্প্রতি নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘যেহেতু এটি ঈদের নাটক তাই দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে কমেডি রাখা হয়েছে নাটকটিতে। বলা যায় এবারের ঈদে এটি হবে আমার ব্যতিক্রমধর্মী একটি নাটক। আর সারিকার সঙ্গে ক্যামেরার সামনে চার বছর পর কাজ করলেও আমাদের মনেই হয়নি যে আমরা বেশ দীর্ঘ সময় পর কাজ করছি। কারণ সারিকা আমার খুব ভালো একজন বন্ধু এবং আমার পরিবারেরই একজন সদস্য।’ সারিকা বলেন, ‘অপূর্ব আমার একজন ভাল বন্ধু। তার সাথে অভিনয় করতে কখনো হিসাব করতে হয়নি। ফলে তার সাথে অনেক নাটকে কাজ করা হয়েছে। তবে আমার ইচ্ছা ছিল, যেহেতু অভিনয়ে ফিরেছি তাই তার সঙ্গে যেন ঈদে একটি কাজ করা হয়। এ ইচ্ছেটি পূরণ হয়েছে। আর বন্ধুর সঙ্গে কাজ করার সুবিধা হচ্ছে কাজটিকে কাজ মনে হয় না। কাজের ফাঁকে ফাঁকে গল্পে গল্পে সময় চলে যায়, কাজও হয় ভালো।’ আলফা আই মিডিয়া লিমিটেড প্রযোজিত ‘ফয়েল পেপারে প্রেম’ নাটকটি আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে। এদিকে ঈদে অপূর্ব ও সারিকাকে ভিন্ন ভিন্ন পরিচালকের নাটকে অভিনয় করতেও দেখা যাবে। অপূর্বকে দেখা যাবে শিহাব শাহীন, মাহমুদুর রহমান হিমি, গৌতম কৈরী, রাকেশ বসু’নহ আরো অনেকের নাটকে। অন্যদিকে সারিকাকে দেখা যাবে জাহিদ হাসান, মোস্তফা কামাল রাজ’সহ আরো বেশ ক’জন নির্মাতার নাটকে। এদিকে অপূর্ব ও সারিকা জানান এবারের ঈদেই আরো একটি নতুন চমক নিয়ে আসছেন দু’জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন