বিনোদন ডেস্ক : ঈদে আসছে সঙ্গীতশিল্পী শোয়েবের একক অ্যালবাম ‘তুমি সর্বোচ্চ’। অ্যালবাটি বাজারে আসছে মাইসাউন্ডের ব্যনারে। এতে গান থাকছে তিনটি। একটি ডুয়েট গান থাকছে। গানটিতে কন্ঠ দিয়েছেন লুইপা। সবগুলো গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার ও সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে। এ্যলবামের গানগুলো শিরোনাম হল ‘ তুমি সর্বোচ্চ’ ‘একলা মানুষ’ ও‘ দিন চলে যায়’। অ্যালবাম বিষয়ে সজীব শাহরিয়ার বলেন, আমি চেষ্টা করেছি ভাল কিছু গান লিখতে। গানগুলো অসাধারণ গেয়েছেন শোয়েব। সুরকার ও সংগীত পরিচালক জেকে বলেন, অ্যালবামের গানগুলো অনেক সময় নিয়ে সুর ও সংগীত পরিচালনা করা করেছি। আশা করি, অ্যালবামের গানগুলো সবার ভাল লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন