শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মানজুরের কথায় জয়ের সুরে গাইলেন কলকাতার শিলাজিৎ

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিৎ প্রথমবারের মতো গাইলেন বাংলাদেশের গান। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী-সুরকার জয় শাহরিয়ারের সুরে এবং মাহমুদ মানজুরের কথায় এই গানটির শিরোনাম ‘অসহায়’। যা ঈদে এক্সক্লুসিভ সিঙ্গেল হিসেবে প্রকাশ পাচ্ছে সিএমভির ব্যানার হয়ে জিপি মিউজিক অ্যাপস-এ। সম্প্রতি কলকাতার স্টুডিওতে গানটি রেকর্ড শেষে শিলাজিৎ বলেন, ‘শেষ পর্যন্ত বাংলাদেশের গান গাইতে পেরে স্বস্তি পেয়েছি। আসলে গাইলে তো সবখানেই গাওয়া যায়। কিন্তু গাইবার মতো গানইবা কোথায় পাই? সে হিসেবে এই গানটির কথা-সুর আমাকে টেনেছে, ভাবিয়েছে খুব। তাই মনভরে গাইলাম, তৃপ্তি পেলাম। এই গানটি দিয়ে বাংলাদেশের শ্রোতাদের কাছে আমার খানিক ঋণ শোধ হবে হয়তো। কারণ, সেখানে অসংখ্য ¯্রােতা আছেন, যারা গেল দুই দশক ধরেই বলছিলেন, বাংলাদেশে কেন আসিনা কেন গাই না? তাদের বলছি- এটাই শেষ নয় বরং এখান থেকেই শুরু করলাম।’ গানটির সুরকার-সংগীত পরিচালক জয় শাহরিয়ার বলেন, ‘গত দুই যুগ ধরে শিলাজিতের গান মুগ্ধ হয়ে শুনছি। প্রথম থেকেই ইচ্ছে ছিল তার সঙ্গে একটা গান করার। সেটি এবার হয়ে গেল। গানটি করতে গিয়ে বুঝলাম তিনি শুধু শিল্পী হিসেবেই নন, মানুষ হিসেবে অনেক বড় হৃদয়ের। ভাবতে ভালো লাগছে, তিনি বাংলাদেশের প্রথম গান গাইলেন আমার সুর-সংগীতে। এই গানটি আমার সংগীত ক্যারিয়ারের অন্যতম অর্জন।’ উল্লেখ্য, শিলাজিৎ মজুমদার গত ৩০ বছরের ক্যারিয়ারে প্রকাশ করেছেন এক ডজন একক অ্যালবাম। অভিনয়ের সঙ্গে গান করেছেন প্রায় ২০টি চলচ্চিত্রে। তার জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে- লাল মাটির সরানে, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ভগবান, এক্স ইকুয়্যালটু প্রেম, তোদের ঘুম পেয়েছে বাড়ি যা কিংবা ‘হেমলক সোসাইটি’র ‘জলফড়িং’ প্রভৃতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন