শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আইটেম গান গেয়ে নিশীতার স্বপ্ন পূরণ!

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০০৬ সাল থেকে চলচ্চিত্রে আইটেম সং করার স্বপ্ন দেখে আসছেন কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া। অবশেষে দশ বছর পর তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ‘পলকে পলকে’ নামে একটি সিনেমায় নিশীতা আতিক ডালিমের কথা, সুর সঙ্গীতে ‘ডিসকোবাজ’ শিরোনামে একটি আইটেম সং-এ কণ্ঠ দিয়েছেন। প্রথমবারের মতো আইটেম সং-এ কণ্ঠ দেয়া প্রসঙ্গে নিশীতা বলেন, ‘আমার শখ ছিল, স্বপ্ন ছিল চলচ্চিত্রে আইটেম গান করার। আমার সব সময়ই মনে হয়েছে আমার কণ্ঠ আইটেম সং-এ বেশি মানাবে। কিন্তু কখনো সেই সুযোগ আসেনি। এবার আতিক ডালিম ভাই আমাকে সেই সুযোগ দিয়ে শখ পূরণে সহযোগিতা করেছেন। গানের কথা, সুর সব এতো সুন্দর হয়েছে যে গানটিতে কণ্ঠ দিয়ে আমি মুগ্ধ। আশাকরি শ্রোতাদেরও ভালোলাগবে।’ উল্লেখ্য, নিশীতা বড়–য়ার এখন পর্যন্ত দুুটি একক অ্যালবাম বাজারে আছে। একটি ২০০৬ সালে প্রকাশিত ‘বন্ধু তোমায় মনে পড়ে’ ও অন্যটি ২০০৭ সালে বাজারে আসা ‘আমায় নিয়ে চলো’। এরপর নতুন অ্যালবাম করার পরিকল্পনা করলেও সময়ের কারণে করা হয়নি। তবে নতুন পাঁচ/ছয়টি গান তিনি এরইমধ্যে শেষ করেছেন। নিশীতার ইচ্ছা, নতুন গানগুলোর মধ্যে সবচেয়ে ভালো তিনটি গান নিয়ে একটি অ্যালবাম করা। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। অ্যালবামের অন্য গীতিকার এবং সুরকারের পাশাপাশি নিশীতা নিজেও গান লিখেছেন এবং সুর করেছেন। এদিকে চ্যানেল আইতে প্রচার চলতি এমপিএল (মিউজিক্যাল প্রিমিয়ার লীগ)-এ শীর্ষ দুই-এ স্থান করে নিয়েছে নিশীতা’র দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন