এক সময় যে অভিনেত্রীটি নায়িকা ছিলেন মায়ের ভূমিকায় অভিনয়ে সায় দেয়া তার জন্য শুধু কঠিনই নয় অনেক সময় অসম্ভবও। কিন্তু এমন ভূমিকায় শিল্পা শেট্টির আপত্তি নেই।
“অবশ্যই, আমি খুশি মনেই মায়ের ভূমিকায় অভিনয় করতে পারি। নয় কেন? আমি তো নিজেই মা, এমন ভূমিকায় আমার কোনো সমস্যা হবে না। তবে তা অবশ্যই আমার সময়ের জন্য মূল্যের মতো হতে হবে কারণ আমাকে ব্যস্ত থাকতে হয়,” মায়ের ভূমিকায় তার আপত্তি আছে কী নেই জানতে চাইলে শিল্পা বলেন।
“আমি একজন সার্বক্ষণিক মা, সুতরাং এটিই আমার প্রথম কাজ। আমার সব কাজের মধ্যে যাতে অভিনয়ের কাজটি পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে,” ৪১ বছর বয়সী অভিনেত্রীটি বলেন।।
শিল্পা বর্তমানে টিভিতে নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার’-এর বিচারকের দায়িত্ব পালন করছেন।
“৫০ দিনের মধ্যে আমি নতুন একটি কাজ শুরু করতে যাচ্ছি। সুতরাং এখন আমর হাত এখন ভরা,” তিনি আরো বলেন।
‘ধাড়কান’ তারকাটিকে শেষ দেখা গেছে করণ জোহরের প্রডাকশনের ২০০৮ সালের চলচ্চিত্র ‘দোস্তানা’র একটি বিশেষ সঙ্গীত দৃশ্যে। এর পরের আট বছর তিনি আর ফিল্মে কাজ করেননি। তিনি জানান, এই মাধ্যমটিকে তিনি খুব মিস করেন। তিনি আরো জানান এর মধ্যে তিনি অনেক অফার পেয়েছেন তবে তার কোনোটিই তার মনে ধরেনি।
তিনি জানান, কারিনা কাপুর সন্তানসম্ভবা হয়েও অভিনয় চালিয়ে যাচ্ছেন। তার মতে বলিউডের অভিনেত্রীরা এমন অবস্থায়ও তাদের পেশাকে পাশ কাটিয়ে যাচ্ছে না, এটি খুব ভালো লক্ষণ।
বলিউড শীর্ষ পাঁচ
১। আ ফ্লাইং জাট (টাইগার শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নেথান জোন্স, অমৃতা সিং, কে কে মেনন)
২। হ্যাপি ভাগ যায়েগি (অভয় দেওল, ডায়ানা পেন্তি, মোমাল শেখ, আলি ফজল, জিমি শেরগিল, পীযুষ মিশ্র, কানওয়ালজিত সিং)
৩। রুস্তম (অক্ষয় কুমার, ইলিয়ানা ডিক্রুজ, এশা গুপ্ত, শচীন খেদেকার, পবন মালহোত্রা, পারমিত শেঠি, অর্জন বাজওয়া, সহদেব গিরিশ, ঊষা নাদকার্নি, শারদ কেলকার)
৪। মহেঞ্জো দারো (হৃতিক রোশন, পূজা হেগড়ে, কবির বেদি, অরুণোদয় সিং, সুহাসিনী মুলায়, নীতিশ ভরদ্বাজ, কিশোরী শাহানে, শারদ কেলকার)
৫। সুলতান (সালমান খান, আনুশকা শর্মা, রণদীপ হুদা, অমিত সাথ)
হলিউড শীর্ষ পাঁচ
১। ডোন্ট ব্রিদ (স্টিফেন ল্যাঙ, জেইন লেভি, ড্যানিয়েল যোভাটো, এমা বারকোভিচি, ডিলান মিনেত্তে)
২। সুইসাইড স্কোয়াড (ভায়োলা ডেভিস, জোল কিনাম্যান, উইল স্মিথ, মার্গট রবি, জ্যারেড লেটো, আদেওয়ালে আকিনুয়ে-আগবাজে, জে কোর্টনি, কারা দেলেভিন, ক্যারেন ফুকুহারা, জে হার্নান্দেজ, অ্যাডাম বিচ)
৩। পিট’স ড্রাগন (রবার্ট রেডফোর্ড, লেভি আলেকজান্ডার, ভয়েস জন : কাসার, ওকস ফেগলি, ব্রাইস ডালাস হাওয়ার্ড)
৪। কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস (এনিমেশন; ভয়েস : ম্যাথিউ ম্যাকনহে, চার্লিজ থেরন, রুনি মারা, রেল্ফ ফিনস, জর্জ তাকেই)
৫। মেকানিক : রেজারেকশন (জেসন স্টেথাম, টমি লি জোন্স, জেসিকা আলবা, স্যাম হ্যাযেলডিন, পেমি এরিফাইজু জুনিয়র, টোবি এডিংটন)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন