বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। রোববার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। গত শনিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী।
এদিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের অবস্থা আগের মতোই আছে। তার স্ত্রী ডা. সিমকি বলেন, এখনও তার অবস্থা ভালো না। পেটে প্রচন্ড ব্যথা অনুভব করায় গত ১২ মার্চ বিকেলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অবস্থার অবনতি হওয়া আইসিইউতে নেওয়া হয়। তিনি গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন